× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সপরিবারে আন্দোলনে যোগ দিলেন সৌরভ গাঙ্গুলি

ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২৪, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। এই ঘটনায় প্রতিবাদ জানাতে বিভিন্ন শ্রেণী পেশার আনুষ রাস্তায় নেমে এসেছেন। এরমধ্যে আছেন বিনোদন জগতের তারকারাও। ভারতীয় তারকা ক্রিকেটারদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে সেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন।  এবার সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সপরিবারে তাদের আন্দোলনে শামিল হয়েছেন।

গতকাল (২১ আগস্ট) মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে সৌরভকে মোমবাতি প্রজ্জ্বলন করতে দেখা যায়। এর আগে বৃষ্টির মাঝেও নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন বিক্ষুব্ধ জনতা। যেখানে গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও অংশ নেন। এ সময় ডোনা বলেন, ‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। আমাদের নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। ধর্ষণ বন্ধ করতে হবে।’

একই পদযাত্রায় ছিলেন গাঙ্গুলির মেয়ে সানাও। পরে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, এজন্য যা করা দরকার করব, তবুও এটি (ধর্ষণ) থামাতে হবে। প্রতিদিনই আমরা কোনো না কোনো ধর্ষণকাণ্ডের কথা শুনছি, ২০২৪ সালে এসেও এমনটা দেখা কষ্টের। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচারের দাবিতে। দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে, আর কেউ এরকম করার কথা ভাবতেও না পারে।’

এর আগে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে প্রতিবাদ জানান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। যেখানে প্রতিটি ক্ষেত্রেই হেনস্তার জন্য নারীদের আচরণ বা পোশাককে দায়ী করা হয়েছে জানিয়ে কটাক্ষ করেছেন এই তারকা পেসার। ছবির ক্যাপশনে সিরাজ লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’

এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় দলের বোলারের বক্তব্য ছিল– নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হয়েছিলেন। নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২২ সালের রিপোর্ট দিয়েছিলেন অভিনেত্রী। তার বক্তব্যের শেষাংশটিই বুমরাহ তুলে দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.