পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্ট। গতকাল (২১ আগস্ট) শুরু হওয়া এই ম্যাচের দ্বিতীয় দিন শেষে আজ (২২ আগস্ট) চালকের আসনে ছিল পাকিস্তান।
গতকাল বৈরী আবহাওয়ার কারণে সারাদিন মাত্র ৪১ ওভারের খেলা হয়। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিভেজা পিচে তিন পেসার নিয়ে সাজানো বোলিং অ্যাটাককে বাড়তি সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেন শান্ত। ১৬ রানে পাকিস্তানের তিন উইকেট নিয়ে সেই সিদ্ধান্তকে কার্যকর প্রমাণিত করলেও বাকি দিনটা নিস্প্রভ কাটে। দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান। ৫৭ রানে অপরাজিত থাকেন সাউদ শাকিল। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল হাসান।
দ্বিতীয় দিনে মোহাম্মাদ রিজওয়ান কে নিয়ে শাকিল পঞ্চম উইকেট জুটিতে ২৪০ রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে রানের বন্যায় ভাসিয়ে দেয়। পাকিস্তানের পক্ষে টেস্টে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড গড়েন শাকিল। এই জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ১৪১ রানে শাকিল প্যাভিলিয়নে ফিরে গেলে পাকিস্তান কিছু সময় পরেই ৬ উইকেটে ৪৪৮ রান করে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ১৭১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের পক্ষে শরিফুল ও হাসান মাহমুদ দুটি করে এবং সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ২৭ রান তোলে। এতে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। আগামীকাল ৪২১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করবে বাংলাদেশ দল।