ছবিঃ সংগৃহীত
পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম দুই দিনে দুর্দান্ত ব্যাটিং পারফর্মেন্সে পাকিস্তান চালকের আসনে চলে যায়। তবে আজ তৃতীয় দিনের খেলায় ব্যাটসমানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গতকাল (২২ আগস্ট) দিনের শেষের দিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ২৭ নিয়ে দিনের খেলা শেষ হয়।
আজ (২৩ আগস্ট) ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরেই ওপেনার জাকির হোসেন দলীয় ৩১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথমে সেট হলেও মাত্র ১৬ রানে খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। টপ ওর্ডারের দুই ব্যাটার দ্রুত আউট হলে খানিকটা বিপদে পড়ে বাংলাদেশ।
তৃতীয় উইকেট জুটিতে দেশের টেস্ট দলের ব্যাটিংয়ে ভরসার নাম মমিনুলকে নিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচকদের দৃষ্টির আড়ালে থাকা ওপেনার সাদমান ইসলাম ৯৪ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙতে আবারও আঘাত হানেন খুররম শাহজাদ। এবার শিকার মমিনুল। ব্যাক্তিগত ৫০ রানে ক্লিন বোল্ড হন এই ব্যাটসম্যান।
মমিনুল সাজঘরে ফিরে গেলে বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ক্রিজে আসেন। সাদমান ইসলাম পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইন আপের বিরুদ্ধে শুরু থেকেই চরম ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে এক পাশ থেকে বাংলাদেশের ব্যাটিং ধরে রেখেছিলেন। তবে সেঞ্চুরি না হওয়ার আফসোস রেখে ব্যাক্তিগত ৯৩ রানে মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান। তখনো ২৪৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
সাকিব আল হাসান কে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার যখন ক্রিজে তখন ভক্তদের আশার পারদ উর্ধ্বমূখী থাকবে এটাই স্বাভাবিক। তবে খানিক বাদেই নিভে যায় সেই আশার আলো। দ্রুত রান তুলতে থাকলেও মাত্র ১৫ রানেই শেষ হয় সাকিবের ইনিংস। সাইম আইয়ুব এর বলে পাক দলপতি শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন এই বিশ্বসেরা অল-রাউন্ডার।
২১৮ রানে ৫ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তখনো ২৩০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাস মারকুটে ব্যাটিংয়ে দ্রুততার সাথে অর্ধশতক তুলে নেন। মুশফিকুর রহিমও ফিফটির দেখা পান। এই জুটি ৯৮ রান তুলে অপরাজিত থেকে বাংলাদেশকে মোটামুটি স্বস্তির অবস্থানে রেখে তৃতীয় দিনের খেলা শেষ করে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান।
এদিন বাংলাদেশের হয়ে তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম।
পাকিস্তানী বোলাররা দিনজুড়েই মাপা লাইন-লেংথের বোলিংয়ে বাংলাদেশী ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দেননি। এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন খুররম শাহজাদ। দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই ফাস্ট বোলার। আর একটি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ আলী ও সাইম আইয়ুব।
চতুর্থ দিনে মুশফিকুর অপরাজিত ৫৫ রান ও লিটন দাস অপরাজিত ৫২ রানে ব্যাটিং শুরু করবে। এই জুটির দিকে তাকিয়ে থাকবে এখনো ১৩২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh