× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফাইনালের আগে বাংলাদেশের দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২৪, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে সাফ অনুর্ধ্ব -২০ টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ। তবে ফাইনালের আগেই বাংলাদেশ দলের জন্য রয়েছে দুঃসংবাদ।

অনুর্ধ্ব -২০ দলে বাংলাদেশের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। গতকাল (২৬ আগস্ট) সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়েছিলেন। সেই আঘাত গুরুতর। তাই ফাইনাল খেলার পরিবর্তে দেশে ফিরতে হচ্ছে শ্রাবণকে।

অনুর্ধ্ব -২০ দলের ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে ডেভলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম। তিনি কাঠমান্ডু থেকে শ্রাবণের ইনজুরি সম্পর্কে বলেন, ‘চোখের নিচে বেশ আঘাতই পেয়েছে সে। এখানকার ডাক্তারদের পরামর্শ সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। কাল রাতে হাসপাতালেই ছিল এখন এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজই না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। এমনি এখন স্বাভাবিক রয়েছে।’

বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সিনিয়র দলেও খেলেছেন। বয়স বিশের নিচে হওয়ায় অনুর্ধ্ব -২০  দলের হয়েও খেলছেন। শ্রাবণ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন আসিফ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে তিনি বাংলাদেশের জয়ের নায়ক হন। ফাইনালে তার ওপরই ভরসা রাখবে বাংলাদেশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.