ছবিঃ ব্যানার নিয়ে আন্দোলনকারীরা
বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনে অনিয়ম ও দুর্নীতির অফিযোগ করে কোচ ও খেলোয়াড়রা ৮ দফা দাবি জানিয়ে আন্দোলনে করে।
এসময় তারা বেসবলের সাথে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক/ কোচ/ অফিসিয়াল/ সাবেক এবং বর্তমান জাতীয় দলের সকল খেলোয়াড়গণ আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম হতে জাতীয় ক্রীড়া পরিষদ পথযাত্রা রেলি ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় তারা ৮টি দফা প্রস্তাবিত করে দফাগুলো হল,
১। অবিলম্বে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের পদত্যাগ এবং অনির্বাচিত ও অকার্যকর এডহক কমিটি বিলুপ্তকরণ।
২। নতুন কার্যকরী এডহক কমিটি গঠন; ৩।নতুন কমিটিতে সাবেক খেলোয়াড়,নারী ও অভিজ্ঞ একটিভ সংগঠকদের মূল্যায়ন।
৪।জাতীয় নারী ও পুরুষ দলের প্রশিক্ষণের জন্য ঢাকাস্থ পল্টন মাঠ কিংবা বিকল্প নির্দিষ্ট মাঠ বরাদ্দ।
৫।বছরে বেসবল ও সফটবলের সর্বনিম্ন ৪টি জাতীয় চ্যাম্পিয়নশিপ,১টি মেজর লীগ,কলেজ লীগ এবং ইয়থ টুর্নামেন্টের আয়োজন; ৬।প্রতি বছর লোকাল কোসেস-আম্পায়ারস তৈরির লক্ষ্যে উন্নত মানের প্রশিক্ষণ।
৭।পেশাদার পুরুষ, নারী বেসবল ও সফটবলের জাতীয় দল গঠন।
৮।বাংলাদেশ বেসবল-সফট এসোসিয়েশনকে,বাংলাদেশ বেসবল সফট ফেডারেশনে রূপান্তর।
উক্ত দফা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে আজ ৫ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, সকাল ১০ টায়,গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম হতে -জাতীয় ক্রীড়া পরিষদ পর্যন্ত একটি প্রতিবাদী পথযাত্রা র্যালি এবং জাতীয় ক্রিড়া পরিষদের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন হয়।
উক্ত কর্মসূচিতে ক্রীড়া সংগঠক/কোচ /জাতীয় দলের সাবেক ও বর্তমান সকল খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
জাতীয় বেসবল দলের কোচ তালহা জুবায়ের বলেন "বেসবল-সফটবল হল আন্তর্জাতিক পর্যায় একটি জনপ্রিয় খেলা যা অলিম্পিক খেলায় অন্তর্ভুক্ত। তাই অনেক খেলোয়াড় আগ্রহ হয়ে অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন যাবত প্রশিক্ষণ নিয়ে খেলাটি শিখছে। এসোসিয়েশনের দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী দুর্বৃত্ত কর্মকর্তাদের জন্য আজ সেসব খেলোয়াড়গণ নানান সুযোগ সুবিধা হতে বঞ্চিত এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারের দিকে চলে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই এসোসিয়েশন গঠনতন্ত্র নীতিমালা ভায়োলেশন করে বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ একরকম পরিবারতান্ত্রিক গঠন করে, খেলাটির প্রচার প্রসার বিরত রেখে সর্ব মহল হতে নিজেদের আড়াল রেখে কোনরকম জবাবদিহিতা ছাড়াই একক ক্ষমতায় দীর্ঘ ১৮ বছর ধরে কুক্ষিগত করে রাখছে ''।
তিনি আরো বলেন "আজ প্রায় ২০০শত খেলোয়াড় অবহেলিত বঞ্চিত
বেসবলের উন্নয়নে খেলোয়াড়দের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূর্ণ না করতে পারলে,তাদের ভবিষ্যৎ এবং আবেগ নিয়ে তামাশা করার অধিকার অ্যাসোসিয়েশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা রাখে না।
অবিলম্বে এসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগগুলো জাতীয় ক্রীড়া পরিষদের বিবেচনায় তদারকি করে, উল্লেখিত আট দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও মুগদা বেসবল ক্লাবের অধিনায়ক মহাসিন বলেন, বেসবল এর অভিষেক থেকেই আমরা তিনটি ক্লাব সম্পৃক্ত ছিলাম কিন্তু ২০১৫ সালে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললে তিনি আমাদের সকল খেলোয়াড়দের বহিষ্কার করেন।
কথায় কথায় তিনি খেলোয়াড়দের বহিষ্কার হুমকি দেন,আমরা এই দুর্নীতিবাজ অযোগ্য সাধারণ সম্পাদক এবং তার এডহক কমিটির বিলুপ্তর জন্য জাতীয় ক্রিড়া পরিষদের কাছে আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে নতুন কমিটি গঠন করে আমাদের আমাদের পুনরায় বেসবল মাঠে প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দেওয়া হোক'' ।
এ-সময় খেলোয়াড়দের ভবিষ্যত নষ্টের অভিযোগ জানিয়ে সাধারণ সম্পাদক লিটনের শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়।
সেখানে উপস্থিত থাকা নারী বেসবল দলের ঢাকা জেলার অধিনায়ক ইলা সরকার নারী দলের বৈষম্য কথা তুলে ধরে জাতীয় নারী বেসবল দল গঠনের কথাও বলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh