× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হচ্ছেন সাঙ্গাকারা

ডেস্ক রিপোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত

কুমার সাঙ্গাকারা আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালসের হেড কোচ ও ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন। সামনের আসরে দল পরিবর্তনের সমূহ সম্ভাবনা রয়েছে লঙ্কান কোচের। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।

চলতি বছরেই হবে আইপিএলের মেগা নিলাম। সেই মেগা নিলামকে সামনে রেখে দলগুলোর চোখ সব তারকা এবং তরুণ উঠতি ক্রিকেটারদের দিকে। কোনও দলের চোখ কোচিং স্টাফের দিকে। ইতোমধ্যেই জানা গেছে, আগামী আসর থেকে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচ হতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়।

ভারত জাতীয় দলে দ্রাবিড়ের জায়গায় হেড কোচ হিসেবে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে থেকে ২০২৪ আইপিএল জেতানো গৌতম গম্ভীর। ফলে জায়গা খালি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে।

ভারতীয় মিডিয়ায় গুঞ্জন, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন লংকান কিংবদন্তী সাঙ্গাকারা। ২০২১ সাল থেকে রাজস্থান দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন শ্রীলঙ্কাকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাঙ্গাকারা।

মিডিয়ার দাবি, কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের পদে পরবর্তী আসর থেকে দেখা যেতে পারে সাঙ্গাকারাকে। তবে এখনো নিশ্চিত নয় কিছুই। এই ব্যাপারে সাঙ্গাকারা কিছুই জানাননি।

এদিকে গম্ভীরের সঙ্গে ভারত জাতীয় দলে যোগ দিয়েছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাটে। সাঙ্গাকারাকে মেন্টর পদে নিয়োগ দেয়ার পর এই দুটো খালি জায়গা নিয়েও ভাবতে হবে তিনবারের শিরোপাজয়ীদের।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.