× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে হচ্ছে না ইংল্যান্ড সিরিজ

ডেস্ক রিপোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের পাকিস্তানে আসার কথা। কিন্তু ভেন্যু নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সিরিজটি পাকিস্তানে না হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার মাটিতে হতে পারে ইংল্যান্ড সিরিজটি।

মূলত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে স্বাগতিক হিসেবে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান। যেখানে বর্তমানে লাহোর, করাচি কিংবা রাওয়ালপিন্ডি, সবগুলো স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হলে সংস্কার কাজ বন্ধ রাখতে হবে মহসিন নাকভির বোর্ডকে।

এমনটা করতে গেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে পিসিবিকে। যার ফলে পুরো সিরিজটিই সরিয়ে নিয়ে দেশের বাইরে করার পরিকল্পনা করছে তারা। যেখানে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকার সময়টাতে দুবাই, শারজাহ কিংবা আবু ধাবিতে নিয়মিত খেলেছে পাকিস্তান। ৫০ ওভারের টুর্নামেন্টের কাজে ব্যঘাত যাতে না ঘটে সেই ভাবনা থেকে আরও একবার নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে তারা।

সূচি অনুযায়ী, ৭ অক্টোবরে মুলতানে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের ম্যাচটি হওয়ার কথা করাচিতে, ১৫ থেকে ১৯ অক্টোবর। যেখানে সিরিজের শেষ টেস্ট খেলার কথা রয়েছে রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর থেকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.