× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেটারদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সফরে ইতিহাস সৃষ্টি করে টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হয় শান্তবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, তিনি এতদিন সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে এই অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক। তাদের অর্জনে গর্বিত গোটা জাতি।

জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’

অনুষ্ঠানে তিনি বলেন জাতিগত ঐক্য প্রতিষ্ঠায় খেলাধূলার গুরুত্ব অনেক। এসময় তিনি প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেছাদূত হিসেবে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি আরও জানিয়েছেন, ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এর শীতকালীন অলিম্পিকে তাঁকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। 

সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফের প্রশংসা করে অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘সংবর্ধনায় অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।' দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি অর্জন করে পাকিস্তান থেকে দেশে ফিরেছে  বাংলাদেশ ক্রিকেট দল। যে দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয় অধরাই ছিল এতদিন, তাদেরকে তাদেরই মাটিতে ২ম্যাচের টেস্ট সিরিজে বাংলাওয়াশ করেছে টাইগাররা। 

জয়ের পরপরই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.