বেশ কিছুদিন ধরেই ব্যাটিং ব্যার্থতা যেন ভুতের মত চেপে বসেছে সাকিব আল হাসানের ঘাড়ে। কাউন্টিতে সারের হয়ে মাঠে নেমেও সে ব্যার্থতা কাটাতে পারেননি। তবে যে উদ্দেশ্যে সারে সাকিবকে দলে ভিড়িয়েছে তা ভালভাবেই পূরণ হয়েছে। দুই পার্ট টাইম স্পিনার ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত থাকায় দলের স্পিন অ্যাটাক সমৃদ্ধ করতে সাকিবকে দলে নেয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে আবারও নিজের জাত চেনালেন সাকিব আল হাসান।
সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নেন সাকিব। টম ব্যান্টনের সেঞ্চুরিতে সমারসেট বড় সংগ্রহের দিকে আগালেও ইনিংসের শেষদিকে সমারসেটের লাগাম একাই টেনে ধরেন তিনি।
প্রথম ইনিংসে সমারসেটের ৩১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সারের তিন ব্যাটারের অর্ধশতকে ৩২১ রান তোলে সারে। সাকিবের সংগ্রহ মাত্র ১২ রান।
দ্বিতীয় ইনিংসে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২৪ রানে থামে সমারসেট। এতে ২২১ রানের টার্গেট পায় সারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্যপূরণে এখনও ২ সেশন হাতে আছে সারের জন্য।
সাকিব সমারসেটের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে পাঁচ উইকেট লাভ করেন।