× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের জন্য বিশাল উপহার

ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয় করে দেশবাসীকে চমক উপহার দিয়েছে বাংলাদেশ। ইতিহাস রচনাকারী এই দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল (১২ সেপ্টেম্বর) তার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা দিয়েছেন। এবার টাইগারদের জন্য আছে বড় উপহার।

আগামীকাল (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির মিডিয়া বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিজ জিতলে বরাবরই অর্থ পুরস্কার দেওয়া বিসিবির রীতি। প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.