ভারতের মাটিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত সফর শেষে ঘরের মাঠে আবারও একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ নিয়ে শঙ্কা জেগেছিল। কারণ দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে নিরাপত্তা শংকায় প্রোটিয়াদের আসার ব্যাপারটা ছিল অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। তাই প্রোটিয়াদের বাংলাদেশে আশা নিয়ে সৃষ্টি হয় সংশয়।
কিছুদিন আগে জানা যায়, বাংলাদেশ সফরের ব্যাপারটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড পুরোপুরি তাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দিয়েছে। তারা স্বস্তির খবরই দিয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। বিসিবির অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে জানিয়েছেন দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে ভেন্যুর নাম। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হতে পারে এই টেস্ট দুটি।