× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইগারদের সতর্ক করলেন জাদেজা

ডেস্ক রিপোর্ট

১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ করে বেশ উজ্জীবিত মনোভাব নিয়ে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ (১৫ সেপ্টেম্বর) ভারতে গিয়েছে শান্ত-বাহিনী। তবে পাকিস্তান আর ভারতের মধ্যে বিস্তর ফারাক আছে বলে বাংলাদেশকে সতর্ক বাণী দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা। 

পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। তাতে ভারত সফরেও দারুণ কিছু করবে বাংলাদেশ বলে মনে করেন জাদেজা। সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।

গতকাল (১৪ সেপ্টেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ভারত-বাংলাদেশ সিরিজ বিষয়ে কথা বলেছেন জাদেজা। তিনি বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে আলাদা আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশটির কন্ডিশনও টাইগারদের জন্য মানানসই হওয়ায় নাজমুল হোসেন শান্তরা ভালো করতে পারেন বলে মনে করেন জাদেজা। তবে সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন দল হিসেবে ভারত কতটা ভালো।

তিনি বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা বিশ্বাস করবে—যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে, ভারতকেও কেন পারবে না। কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.