× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়রথ থামল বাঘিনীদের

ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

শ্রীলংকা নারী 'এ' দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী ‘এ' দলের হারের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। ওয়ানডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও দুই ম্যাচ হাতে রেখেই টানা তিন জয়ে সিরিজ জিতে নেয় বাঘিনীরা। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে এসে প্রথম হারের মুখ দেখতে হল বাংলাদেশ নারী ‘এ' দলের।

আজ (১৭ সেপ্টেম্বর)) থ্রুস্টানে টস জিতে স্বাগতিদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। জবাবে ১০৫ রানেই অলআউট হয়ে গেছে টাইগ্রেসরা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ নারী 'এ' দল। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ৩০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিক মেয়েরা। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন সাথয়া সান্দিপানি ও পিউমি ওয়াথশালা। ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা। 

মারুফার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে পিউমির ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৯ রান। মিডল অর্ডার এই ব্যাটারের বিদায়ের পর মালশা শেহানিকে সঙ্গে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা চালান সাথয়া। শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থাকেন। সাথয়ার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৬ রান। এ ছাড়া শেহানি খেলেছেন ১৪ বলে ২১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মারুফা ও ফাহিমা খাতুন।

আগের ম্যাচগুলো বাংলাদেশের ব্যাটিং স্বস্তিদায়ক হলেও আজ যেন মুখ থুবড়ে পড়ল। দলীয় ২১ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারের বিদায়ে বিপদে পড়ে সফরকারীরা। উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা (৩৮) ও স্বর্ণা আক্তার (২৮) লড়াই চালালেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। আসা-যাওয়ার মিছিলে ১০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.