× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের বিপক্ষে টেস্টের ফলাফল নিয়ে কখন ভাববেন শান্ত?

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লাজমুল হোসেন শান্ত নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। 

 বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই– প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’

চাপ নয়, উপভোগের কথা বললেন শান্ত, ‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জ উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে।’

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে জয়ের কোনো ইতিহাস নেই বাংলাদেশের। ১২ টেস্টে ভারতের জয় ১১টিতে, আরেকটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির কল্যাণে। এই সিরিজে ভালো করতে পারলে আরও বড় সুযোগ আসবে বলে বিশ্বাস শান্তর, ‘এসব সিরিজ যদি ভালো করতে পারি প্রত্যেক দল আমাদের সঙ্গে বেশি বেশি খেলতে চাইবে। এটা অবশ্যই বড় সুযোগ, এখানে কত ভালো খেলতে পারি। আশা করব বাংলাদেশ যেভাবে টেস্ট খেলছে, সব দল আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হবে।’

পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষও ভালো করার আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের ড্রেসিংরুমে। এ নিয়ে শান্তর ভাষ্য, ‘পাকিস্তানে আমরা ভালো খেলেছি, তবে এটা এখন অতীত। আত্মবিশ্বাস নেওয়া যেতে পারে। এই সিরিজেও ভালো করার বিশ্বাস আছে ড্রেসিংরুমে। আমরা ফলাফল নিয়ে না ভেবে প্রক্রিয়া নিয়ে ভাবতে চাই।’

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে দুই টেস্টের সিরিজে নামছে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। লাল বলের ফরম্যাট শেষে বাংলাদেশ ও ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.