× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমবাপেকে নিয়ে রিয়ালের দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে শুরুটা দারুণ গেছে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের। সর্বশেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই তিনি গোল পেয়েছেন। কিন্তু গতকাল (২৪ সেপ্টেম্বর) আলাভেসের বিপক্ষে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন এই তারকা।

লস ব্লাঙ্কোসদের হয়ে আলাভেসের বিপক্ষেদ্বিতীয় গোলটি করেন এমবাপে। শেষ পর্যন্ত রিয়াল - গোলে ম্যাচ জিতে। তবে বাঁ পায়ে অস্বস্তির কারণে ৮০ মিনিটেই এমবাপেকে বদলি হিসেবে তুলে ফেলেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও তখন সেই চোটকে অতটা গুরুত্ব দেননি রিয়াল বস। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (বুধবার) এই তারকার চোট গুরুতর বলেই ক্লাব মেডিকেল টিম জানিয়েছে।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘পরীক্ষার পর জানা গেছে এমবাপে বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন।তবে সেই চোট কাটিয়ে উঠতে এই তারকার কেমন সময় লাগবে সেটি জানায়নি রিয়াল। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন লিখেছে, ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। একই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকও।

আগামী রোববার (২৯ সেপ্টেম্বর)  লা লিগার পরবর্তী ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ মাদ্রিদের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে এমবাপেকে ছাড়াই খেলতে হবে লস ব্লাঙ্কোসদের। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে আনচেলত্তির দলটি ইউসিএলে লিলের মুখোমুখি হবে। এ ছাড়া লা লিগায় ৬ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে রিয়াল। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলে এমবাপে সেই ম্যাচেও থাকছেন না।

কেবল তাই নয়, অক্টোবরে আন্তর্জাতিক সূচিও আছে দলগুলোর। যেখানে ফ্রান্স নেশন্স লিগের ম্যাচে ইসরায়েল বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে। সেসব ম্যাচেও এমবাপেকে ফরাসিরা পাচ্ছে না। রিয়ালের প্রত্যাশা আন্তর্জাতিক বিরতির পরই এই তারকা ক্লাবের স্কোয়াডে ফিরবেন। ওই সময় ২০ অক্টোবর সেল্টাভিগো এবং ২৭ অক্টোবর বার্সেলোনার সঙ্গে ক্লাসিকোয় খেলবে রিয়াল।

স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে লা লিগায় প্রথম প্রথম তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপে। এরপর গোল করে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় উঠে এসেছেন দুইয়ে। ছন্দ ফিরে পাওয়া এমবাপেকে নিয়ে এখন শঙ্কায় রিয়াল। দলটিও লা লিগায় নড়বড়ে শুরুর পর ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে উঠে গেছে। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.