যে দলই হোক না কেন ভারতের মাটিতে সফরকারী প্রত্যেকটি দলের পাত্তা পাওয়া বেশ মুশকিল। ঠিক সেখানেই দাপুটে এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম টেস্টে রীতিমত নাকানিচুবানি খাইয়ে ঐতিহাসিক জয় আদায় করে নেয় কিউইরা। অথচ সেই ১৯৮৮ সালে ভারতে মাটিতে নিউজিল্যান্ড শেষবার টেস্ট জিতেছিল।
আজ (২০ অক্টোবর) বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যে মাঠে নামে কিউইরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রকৃতি ভারতের সহায় হয়নি। দিনের শুরুতে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা নতুন বলের সুইং কাজে লাগিয়ে চাপে ফেলতে চেয়েছিল কিউই ব্যাটারদের। তারা ৩৫ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয়। তবে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে যায়। শেষ পর্যন্ত ইয়ং ৪৫ ও রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। এরপর দ্বিতীয় দিন টসে জিতে রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে প্রথম ইনিংসে তাদের মাত্র ৪৬ রানে অলআউট করে লজ্জ্বায় ডোবায় কিউই পেসাররা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি, ডেভন কনওয়ের ৯১ ও টিম সাউদির ৬৫ রানে ভর করে ৩৫৬ রানের বিশাল লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ এবং মিডল অর্ডারের দুর্দান্ত পারফর্মেন্সে ৪৬২ রান করতে সক্ষম হয় ভারত। ক্যাপ্টেন রোহিত ৫২ রানে প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ভিরাট কোহলি সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৭০ রানেই থেমে যায় তার ইনিংস। এদিন চমৎকার ব্যাটিং নৈপুণ্যে সরফরাজ খান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৯৫ বলে ১৮টি চার ও ৩টি ছক্কায় ১৫০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন।
রিশাভ পান্থ ১০৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৯রানে বোল্ড হন। তার এই দুর্দান্ত ইনিংসে সেঞ্চুরি মিস হয়ে যাওয়ার আক্ষেপ যেন মাঠে থাকা দর্শকসহ ড্রেসিংরুমেও দেখা যায়। পরবর্তী ব্যাটাররা কেউ বিশেষ সুবিধা করতে না পারায় চতুর্থ দিন শেষের দিকে ৪৬২ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
নিউজিল্যান্ড চতুর্থ দিন মাত্র ৮ বল খেলে কোনো রান করতে পারেনি। পঞ্চম দিনের শুরুতে দ্বিতীয় বলেই টম লাথাম শূণ্য রানে বুমরাহর শিকার হন। দলীয় ১৩তম ওভারে আরেক ওপেনার ডেভ কনওয়ে (২৯ বলে ১৭) করে এলবিডব্লিউ হন। ৩৫ রানে ২ উইকেট নিয়ে ভারত কিছুটা আশার দেখা পেলেও, কিন্তু উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রর অবিছিন্ন ৭৫ রানের জুটিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়।
এই দাপুটে জয়ে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার পর ভারতে ২৪ বছরের মধ্যে কোনো সফরকারী দল চতুর্থ ইনিংসে দল একশো রানের লক্ষ্য ছুঁতে সফল হল।