× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৩৭ রানের লিড নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্ট

২২ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম । আপডেটঃ ২২ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ (২২অক্টোবর)। গতকাল ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১০৬ রানে থেমে গেলেও বোলাররা শেষদিকে  প্রতিরোধ  গড়ে তোলেন। প্রোটিয়াদের দলীয় সংগ্রহ যখন ১০৮ ততক্ষণে উইকেট পড়ে গেছে ৬টি। শেষদিকে কাইল ভ্যারিয়্যান এবং উইলান মুল্ডারের ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে আর কোনো উইকেট দেননি বাংলাদেশি বোলারদের। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শেষ করেন প্রোটিয়া লেট মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দুই ব্যাটার।

আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে টাইগার বোলারদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। গতকাল ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ করা প্রোটিয়াদের যত তাড়াতাড়ি আউট করা যায়, বাংলাদেশের জন্য ততই মঙ্গল। তবে প্রোটিয়া উইকেটরক্ষক ভ্যারিয়্যানে এবং টেল এন্ডার উইলান মুল্ডারের জোড়া অর্ধশতকে সেই লিড বেড়ে ১৩৭ রানে পৌঁছেছে।

ইনিংসের ৬৫তম ওভারে হাসান মাহমুদ পরপর দুই বলে মুল্ডার ও কেশব মহারাজকে ফিরিয়ে দেন। দলের রান তখন ২২৭।

এখন ডেন পিড কে নিয়ে লিড বাড়িয়ে নিচ্ছেন ৭৭রানে অপরাজিত থাকা ভ্যারিয়েনে। লাঞ্চের পর টাইগার বোলাররা দ্রুত শেষ দুই উইকেট ফেলে দিতে পারলে, এই ম্যাচে টিকে থাকবে বাংলাদেশ।  

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.