মিরপুর টেস্টের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয় স্পষ্ট হয়ে উঠলেও তা সামাল দিতে দলের শক্ত হাতে হাল ধরেছেন ওপেনার জয় ও মুশফিক। জয় ৩৮ রানে আর মুশফিক ৩১ রানে দিন শেষ করে নতুন স্বপ্ন বুনে দিচ্ছেন।
এরআগে মুশফিকের ব্যাট দলের বিপর্যয়ে অনেক সময় গর্জে উঠেছে। ব্যাটকে তলোয়ার বানিয়ে তিনি ২২ গজে বীরের মত লড়াই করেছেন।
দ্বিশতকও রয়েছে তার ঝুলিতে। তাই টাইগার ভক্তরা এখনো আশা হারায়নি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩০৮ রানে থামার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে ৪৯ বলে ২৩ রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বিদায় নেওয়ার পর ক্রিজে নেমে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে দলকে ১০০ পার করার মুশফিক। এরমধ্যেই ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচটি খেলার আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৩৯ রানের। প্রথম ইনিংসে মাত্র ১১ রান করা মুশফিক আজ সেই মাইলফলক পার করেছেন।
ছয় হাজার রান করতে মুশফিককে ৯১ টেস্ট ম্যাচের ১৭২ ইনিংস খেলতে হয়েছে। তিনি ছাড়া বাংলাদেশের জার্সিতে টেস্টে ছয় হাজার রানের ধারেকাছেও নেই আর কেউই। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান। আর ৪ হাজার ৬০৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। চারে থাকা মুমিনুল হক ৬৬ ম্যাচে রান করেছেন ৪ হাজার ২৬৯।
আরও একটি মাইলফলক গড়ার পথে রয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে যাচ্ছেন তিনি। এজন্য মিরপুর টেস্টে তাকে করতে হবে ৪৪ রান। দুই ইনিংস মিলিয়ে তার রান এখন পর্যন্ত ৪২। কাল মাত্র ২ রান করলেই তিনি গড়ে ফেলবেন সেই কীর্তিও।