বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন সাত সকালেই বিদায় ঘটে আগের দিনের সেট দুই ব্যাটার জয় ও মুশির। আগের দিনের রানের সাথে আজ দুজনেই সমান ২ রান যোগ করে আউট হলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। দুজনকেই ফিরিয়েছেন রাবাদা। এদিন অভিজ্ঞ মুশির ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। তবে কাকতালীয় ভাবে এবারও তিনি রাবাদার বলে ক্লিন বোল্ড। প্রথম ইনিংসে মিডল স্টাম্প বাদে বাকি দুই স্টাম্প উপড়ে দিয়েছিলেন রাবাদা। এবার মিডল স্টাম্পের ওপর অবিচার করেননি রাবাদা। চমৎকার ইনসুইঙ্গারে মিডল স্টাম্প উড়িয়ে দেন রাবাদা, এবার ঠায় দাঁড়িয়ে বাকি দুই স্টাম্প!
আজ (২৩ অক্টোবর) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন। দ্বিতীয় দিন প্রোটিয়াদের দেয়া ২০২ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর খানিকটা প্রতিরোধের চেষ্টা করলেও ২৩ রানে বিদায় ঘটে নাজমুল হোসেন শান্তর। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ওপেনার জয়, এবং অভিজ্ঞ মুশি দলের হাল ধরেন। দুজন মিলে আর কোন ঝুঁকি না নিয়ে অপরাজিত থেকে দিনটা শেষ করে। ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলে ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
দিনের শুরুতেই দুই সেট ব্যাটারের বিদায়ে ক্রিজে লিটন ও মিরাজ চাইলে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে পারতেন লম্বা একটা পার্টনারশিপ। এতে করে ইনিংস পরাজয়টা এড়ানো যেত। তবে কেশব মহারাজের পাতানো ফাঁদে ধরা দিয়ে বিদায় নেন লিটন। তার ব্যাটিংয়ে না দেখা গেছে দায়িত্ববোধের ছোঁয়া, না দেখা গেছে চাপ সামলানোর দৃঢ় প্রতিজ্ঞা।
এক সময়ে সম্মানজনক ভাবে হেরে ম্যাচ শেষ করাই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মূল লক্ষ্য। ধীরে ধীরে সেটাই আবারও ফেরত এসেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিষিক্ত জাকেরকে নিয়ে ৩৮ রানে অপরাজিত আছেন মিরাজ। ইনিংস পরাজয় এড়াতে আরও দরকার ৩৬ রান।