× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কে হল ঢাকা ক্যাপিটালসের হেড কোচ?

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২৪, ২০:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে এক ঝাঁক তারকা নিয়ে দল সাজিয়ে ইতোমধ্যেই আলোচনার শীর্ষে ঢাকা ক্যাপিটালস। এবার তারা প্রধান কোচ নিয়োগেও চমক উপহার দিল।

আজ বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা ক্যাপিটালস প্রধান কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে চুক্তির খবরটি নিশ্চিত করেছে।


ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'ঢাকা ক্যাপিটালসে স্বাগতম, খালেদ মাহমুদ সুজন! পূর্বে বাংলাদেশ দলের হয়ে ক্রিকেটার, অধিনায়ক, টিম ম্যানেজার হেড কোচ পদে থেকে দায়িত্ব পালন করেছেন, কোচ হিসেবে জিতেছেন বিপিএল।'

'ঢাকা ক্যাপিটালসও তার হাত ধরে বিপিএল ট্রফি ছোঁয়া এবং অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। অভিনন্দন, কোচ।'

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড-

লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, সাইম আইয়ুব, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.