× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফয়সাল-মানিক জাদুতে ম্যাকাওকে বিধ্বস্ত করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২৪, ২১:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ম্যাকাওকে গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৫ অক্টোবর) নমপেনের প্রিন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৭-০ ব্যবধানে জয় লাভ করে।

বাংলাদেশের ফরোয়ার্ড নুরুল হুদা ফয়সাল একাই করেছেন চার গোল। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করে তিনি দলকে এগিয়ে দেন। সতীর্থের পাস ধরে বক্সে প্রবেশ করে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান।

বিরতির পর ৬৫ মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭১ মিনিটে রিফাত কাজী বাঁ প্রান্তের ক্রসে কৌশলী শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পর ম্যাকাওয়ের ট্যাং টিন আত্মঘাতী গোল করেন।

শেষের দিকে ফয়সাল নিজেই আবারও গোলের মিছিলে শামিল, এবং বাকি তিনটি গোলও তার কাছ থেকেই আসে।

এই জয় বাংলাদেশকে গ্রুপ রানার্সআপ হওয়ার আশা জাগিয়ে রেখেছে। বাছাইপর্বের ১০টি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ বর্তমানে তিন ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে।

এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ; এর আগে তারা প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে পরাজিত হয়েছিল। আগামী ২৭ অক্টোবর তারা শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.