বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে অধারাবাহিক হয়ে পড়েছেন। সম্প্রতি দলের সাফল্যও উল্লেখযোগ্য নয়, যা তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন শান্তকে এক ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং অধিনায়কদের ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন।
আজ (শুক্রবার) গণমাধ্যমে হাবিবুল বাশার বলেন, “শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু আমরা তার সেই ব্যাটিংটা দেখতে পাচ্ছি না। অধিনায়কত্ব তার ওপর চাপ সৃষ্টি করছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই চ্যালেঞ্জিং।”
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সংস্কৃতি হলো অধিনায়ক হলে চাপের মুখোমুখি হওয়া। বাশার বলেন, “এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে, তার ক্ষেত্রেও হবে। আমাদের অধিনায়কদের সমর্থন না দিলে দলের পারফরম্যান্স ভালো হয় না।”
শান্তকে পরিবর্তন করার ক্ষেত্রে বাশার বলেন, “আমাদের হাতে খুব একটা অপশন নেই। সিনিয়ররা চলে গেছে। তিন ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে যায়। শান্তর চাপ কমানোর জন্য যদি এক ফরম্যাটে অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়া যায়, তবে সমস্যা নেই। তবে নতুন অধিনায়ককেও সমর্থন করতে হবে।”
বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ধবলধোলাই হয়েছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। উভয় ইনিংসেই শান্ত ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন (৭ ও ২৩)। এই হারের পর শান্তর অধিনায়কত্ব নিয়ে চলমান সমালোচনা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৯ অক্টোবর তার নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের মোকাবিলা করবে।