ছবিঃ সংগৃহীত।
পাকিস্তান
বনাম ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
এই জয়ের মাধ্যমে পরপর দুই সিরিজে ভরাডুবির পর ২-১ এ সিরিজ জিতে নিয়েছে শান মাসুদ বাহিনী।
আজ (২৬ অক্টোবর)
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন যখন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবং জো রুট মাঠে নামে
তখনো ৫৬ রানে পিছিয়ে ইংল্যান্ড। স্কোরবোর্ডে রান তখন ৩ উইকেট হারিয়ে ২৪।
গতকাল ৭৭
রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। জাক ক্রলি, বেন ডাকেট
এবং ওলি পোপ দ্রুত আউট হয়ে যান। মাত্র ২০ রানে ৩ উইকেট হারায় বেন স্টোকসের দল। ইংল্যান্ডের
দলীয় সংগ্রহ যখন ৩ উইকেট হারিয়ে ২৪ রান তখন রুট ও ব্রুক অপরাজিত থেকে দিনের খেলা শেষ
করেন।
তবে এদিন
জো রুট আর হ্যারি ব্রুক কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। দুজনের ৪৬ রানের পার্টনারশিপ
ভাঙেন নোমান আলি। ব্রুক ২৬ রানে বিদায় নিলে বাকিদের প্যাভিলিয়নের পথে দৌড়ের ওপর রাখেন
নোমান আর সাজিদ। ইংলিশদের দলীয় সংগ্রহ যখন ৮৫, তখন রুট আউট হয়ে গেলে ইংল্যান্ডের সামনে
লজ্জ্বাজনক এক পরাজয় হাতছানি দিয়ে ডাকছিল। সেই ডাকে সাড়া দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে
মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয় স্টোকস বাহিনী। ৭৭ রানের লিড অতিক্রম করে পাকিস্তানের
জয়ের জন্য মাত্র ৩৬ রানে টার্গেট দেয় ইংল্যান্ড।
ইংলিশদের
দ্বিতীয় ইনিংসের ৬টি উইকেট নিয়েছেন নোমান আলী। বাকি চারটি রেখেছিলেন প্রথম ইনিংসে ছয়
উইকেট নেওয়া সাজিদ খানের জন্য। এতে করে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এক ম্যাচে
দশ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাজিদ।
মাত্র ৩৬
রান তাড়া করতে নেমে সায়েম আয়ুব উইকেটটি হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। অধিনায়ক শান
মাসুদ মাত্র ৬ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন। ৪টি চারের এবং এক ছক্কায় তার ইনিংসটিই
বলে দেয় সিরিজ জয় উদযাপনে মুখিয়ে আছে পাক শিবির।
রাওয়ালপিন্ডিতে
পাকিস্তানের স্পিনাররা প্রতিপক্ষের ২০ উইকেট নিয়ে এদিন টেস্ট ক্রিকেট ইতিহাসে বিরল
এক রেকর্ডবুকে নাম লিখিয়েছেন।
টেস্ট
ইতিহাসে এই নিয়ে অষ্টমবারের মত দুই বোলার মিলে
প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছেন। স্পিনারদেরই
২০ উইকেট নেওয়ার ঘটনা ইতিহাসে আরও বিরল। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের
দ্বিতীয় ম্যাচে মুলতান টেস্টে ইতিহাসে মাত্র
২য় বার এবং ৮৮ বছরের ব্যবধানে
এমন কিছু করেছিলেন দুই পাকিস্তানি স্পিনার।
মূলতান টেস্টের
আগে সবশেষ স্পিনারদের
২০ উইকেট নেওয়ার ঘটনা ছিল ১৯৫৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিং ফিগার ছিল ইংলিশ কিংবদন্তি জিম লেকারের। সেবারের ম্যানচেস্টার টেস্টে জিম লেকার নিয়েছিলেন অবিশ্বাস্য ১৯ উইকেট। আর
বাকি উইকেটটি পেয়েছিলেন টনি লক।
মাত্র এক
টেস্ট পরেই আবারও এই বিরল রেকর্ডবুকে নিজেদের নাম লেখালেন সাজিদ খান ও নোমান আলী। যদিও
এবার তাদের ২০ উইকেট নিতে দেননি আরেক স্পিনার জাহিদ মাহমুদ। প্রথম ইনিংসে ইংলিশ কিপার
জেমি স্মিথের উইকেটটি তুলে নিয়ে পরিপূর্ণ ক্যানভাসে একটি অযথা দাগ ফেলে দিলেন এই লেগস্পিনার।
পাকিস্তানের
প্রথম ইনিংসে ম্যাচ বাঁচানো সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাউদ শাকিলের হাতে।
আর ৩ম্যাচে ১৯ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরা হয়েছেন সাজিদ খান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh