× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেন সাঈদ আজমল

ডেস্ক রিপোর্ট

২৬ অক্টোবর ২০২৪, ২১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে এক ঝাঁক তারকা নিয়ে দল সাজিয়ে ইতোমধ্যেই আলোচনার শীর্ষে ঢাকা ক্যাপিটালস। এবার সাবেক পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলকে দলে ভিড়িয়েছে তারা। তবে খেলার বয়স পার করে ফেলেছেন বহু বাঘা বাঘা ব্যাটারদের 'দুসরা'র ফাঁদে ফেলে বোকা বানানো এই প্লেয়ার। ঢাকা ক্যাপিটালসের হয়ে মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

আজ (২৬ অক্টোবর) নিজেদের ফেসুবক পেজে ঢাকা পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকেব্রান্ড অ্যাম্বাসেডরঘোষণা দিয়েছিল চিটাগাং কিংস।

সব ঠিক থাকলে বিপিএলের একাদশ আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর থেকে। যার জন্য প্লেয়ার্স ড্রাফটের আগেই ঢাকা দেশীয়দের মধ্যে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম এবং বিদেশি ক্যাটাগরিতে থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন স্কিনাজি, আমির হামজা শাহনেওয়াজ দাহানিকে দলে নেয়। পরবর্তীতে ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমান সাইম আইয়ুবদের মতো তারকাদের নিয়ে দল ভারী করে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএল আসরে মালিকানা নাম বদলে এসেছে ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম দেওয়া হয়ঢাকা ক্যাপিটালস প্লেয়ার্স ড্রাফটে তারা খরচ করেছে প্রায় কোটি ৬০ লাখ টাকা। এর বাইরে সরাসরি চুক্তিতেও খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড :

লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু, সাইম আইয়ুব, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.