× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেস্টে নেতৃত্ব দিতে প্রস্তুত তাইজুল

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৫ পিএম । আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

অধিনায়কত্বের চাপ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্সে প্রভাব ফেলছে। আবার তার নেতৃত্বে দলও খুব একটা সুবিধা করতে পারছে না। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন টাইগার এই ব্যাটার। এখন কে হবেন পরবর্তী অধিনায়ক এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তিন ফরম্যাটে একই অধিনায়ক রাখাটা যৌক্তিক নয়। টেস্টে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব নেবার ব্যাপারে আজ (২৮ অক্টোবর) কথা বলেছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুল ইসলাম।

প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের আগে আজ (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম।
সেখানে টাইগার এই স্পিনারের কাছে জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আপনি। জবাবে এই স্পিনার বলেন, 'যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরী!'
এর আগে দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.