চলতি বছরের
জানুয়ারিতে কেপ-টাউনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার
ট্রিস্টান স্টাবসের। তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত চার টেস্ট খেলে একটি অর্ধশতক তুলে
নিয়েছেন। আজ নিজের পঞ্চম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তরুণ এই
ব্যাটার।
আজ (২৯ অক্টোবর)
বাংলাদেশের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ট্রিস্টান স্টাবস।
দলীয় ৬৯ রানে
অধিনায়ক মার্করামের বিদায় ঘটলে টনি ডি জর্জির সঙ্গে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে
যান। এক প্রান্তে জর্জি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলে, স্টাবসও সুযোগের অপেক্ষায়
ছিলেন।
ধৈর্য্যশীলতার
পরিচয় দিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেও ৫টি চারের সঙ্গে মেরেছেন বিশাল তিনটি ছক্কা। এরমধ্যে
স্ট্রেইট ড্রাইভে একটি ছয় মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন তিনি।
তবে ক্যারিয়ারের
প্রথম সেঞ্চুরি করার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্টাবস। তাইজুলের মারাত্মক এক
আর্ম বলে বোল্ড হয়ে ১০৬ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।
এদিন ক্যারিয়ারের প্রথম শতক পূরণ করে আউট হওয়ার আগে জর্জির সঙ্গে ২০১ রানের পার্টনারশিপ গড়েন ট্রিস্টান।