× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাইজুলের ফাইফারে ম্যাচে ফিরছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। গতকাল (২৯ অক্টোবর) জর্জি ও স্টাবসের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা।

গতকাল টাইগার বোলারদের ওপর ছড়ি ঘোরানো টনি ডি জর্জি ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ সকালেও ডেভিড বেডিংহামকে নিয়ে ১১৬ রানের জুটি গড়ে টাইগার শিবিরে আতঙ্ক ছড়াচ্ছিলেন জর্জি।

বেডিংহামকে বোল্ড করে ১১৬ রানের এই জুটি ভেঙে দলের ত্রাণকর্তা হিসেবে আবারও তাইজুলের আবির্ভাব। খানিক বাদে ১৭৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্যাভিলিয়নে ফেরেন জর্জি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়া হল না প্রোটিয়া এই ব্যাটারের।

এরপর ক্রিজে এসে এক ওভার টিকলেও কোনো রান না করেই আউট হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভ্যারিয়্যান। তাইজুলের বলে এলবিডব্লিউর শিকার তিনি।


এর মাধ্যমে ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নিলেন তাইজুল।

গতকাল পর্যন্ত টাইগার ফিল্ডারদের যে দৈন্যদশা দেখা গেছে তাতে শুরুতে এইডেন মার্করামের উইকেট টা বাদ দিলে তাইজুল যে ফিল্ডারদের ভরসায় ছিলেন না তা স্কোরবোর্ডের দিকে তাকালেই বেশ বোঝা যায়। ৫ উইকেটের দুটি এলবিডব্লিউ, আর দু'বার প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ভেঙেছেন তাইজুল।                

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.