২০০৮ সালে
এই চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের
রেকর্ডটি ঘটে। সেবার ৭ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল দক্ষিণ আফ্রিকা।
২০১৭ সালে ব্লুমফন্টেইনে সে রেকর্ড ভাঙার সুযোগ আসলেও মাত্র ৪ উইকেট হারিয়েই ৫৭৩ রানে
ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। হয়তো সেবার বাংলাদেশি বোলারদের আর কষ্ট করতে দিতে চায়নি
তারা।
আজ (৩০ অক্টোবর)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ
টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রায় ১৬ বছর পর সেই চট্টগ্রামেই
আবারও ৫০০ পেরোনো বিশাল এক ইনিংস খেলে ইতোমধ্যেই টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ তুলে ফেলেছে মার্করামবাহিনী।
এবার হয়তো আর দয়া দাক্ষিণ্যের ধার ধারবে না প্রোটিয়া শিবির। ১৬ বছরেও টেস্ট ক্রিকেটে
বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। তাই তৃতীয় সেশনেই হয়তো টেস্টে
এক ইনিংসে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়ে ফেলবে দক্ষিণ আফ্রিকা।
গতকাল দিনশেষেই
ইঙ্গিত পাওয়া যাচ্ছিল প্রোটিয়া রানবন্যায় ভাসতে যাচ্ছে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের
প্রথম সেশনের শুরুকে তাইজুল দ্রুত তিন উইকেট তুলে নিলে প্রোটিয়াদের সাড়ে চারশ'র আগে
বেঁধে ফেলার একটা আশা জেগেছিল।
তবে সপ্তম
উইকেটে মাথুসামি ও উইয়ান মুল্ডারের শতরানের পার্টনারশিপে প্রোটিয়াদের সংগ্রহ যেদিকে
যাচ্ছে তাতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা আপাতত তাইজুলের জন্য আফসোস করতে পারেন। ৫ উইকেট
তুলে নিলেও বেচারা ৫১ ওভার বল করে ক্লান্ত হয়ে গেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫৩৪ রান তুলেছে প্রোটিয়ারা। ৮০ রানে অপরাজিত আছেন মুল্ডার। টেস্টে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে আরেক প্রান্তে ৫২ রানে অপরাজিত আছেন মাথুসামি।