আফগানিস্তানের
ক্রিকেট ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে একটি নাম, সেটি হল মোহাম্মদ নবি। ২০০৯
সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নবির। ২০২৫ সালের চ্যাম্পিয়নস
ট্রফি খেলেই ৫০ ওভারের ক্রিকেটের ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন এই অল-রাউন্ডার।
আফগানিস্তান
ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের কথা।
নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েও দিয়েছেন নবি। বোর্ডও তার সিদ্ধান্তকে
সম্মান জানিয়েছে।
নবির
অবসর প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে
থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের
কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল
চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে
ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।'
ওয়ানডে
থেকে অবসর নিয়ে নবির টি-টোয়েন্টি ক্রিকেট
চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে
যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও
খেলতে দেখা যেতে পারে তাকে।
নাসিব বলেন,
'চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা
করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।
১৫ বছরের
ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে
৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট।