আজ (৯ নভেম্বর)
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩ ম্যাচ
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান
নাজমুল হোসেন শান্ত।
প্রথম ম্যাচে
অবিশ্বাস্য এক হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা। আঙুলের চোটে সিরিজ থেকে
অভিজ্ঞ মুশফিকের ছিটকে যাওয়ায় দলের অবস্থা আরও নড়বড়ে। তবে এখনো সিরিজ জয়ের সুযোগ দেখছেন
মিরাজ। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দেখুন, যেহেতু আমাদের সুযোগ
আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না
করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।
যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে, অনেক বছর পর ওয়ানডে খেলেছি। ৭-৮ মাস পর খেলেছি
সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আমরা প্রস্তুতিটা
ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কিভাবে পেতে
সেটার প্রস্তুতি নিচ্ছি।'
জ্বরের কারণে
স্কোয়াডে নেই লিটন দাস। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তাই উইকেটকিপারের
জায়গা পূরণ করতে বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে প্লেয়ার হিসেবে অভিষেক হচ্ছে জাকের আলি অনিকের।

জাকের
'লিস্ট এ' ক্যারিয়ারে এখন
পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন। তাতে ব্যাট হাতে ৭৮ ইনিংসে ৩৫
দশমিক ৭৫ গড়ে এবং
৭৭ দশমিক ০৬ স্ট্রাইক রেটে
জাকের করেছেন ২১৮১ রান। লিস্ট এ ক্যারিয়ারে এ
ব্যাটারের ১২টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দু'টি সেঞ্চুরি। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৯ রান।
গ্লাভস
হাতে মন্দ নন এ উইকেটকিপার।
সমান ম্যাচে ৮৪ ক্যাচ এবং
২০টি স্টাম্পিংয়ের অর্জন রয়েছে তার দখলে।
টাইগার একাদশে এদিন রয়েছে আরও একটি পরিবর্তন। লেগস্পিনার রিশাদের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ।
আফগানরা তাদের উইনিং কম্বিনেশন না ভেঙে একাদশে কোনো পরিবর্তন আনেননি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: সিদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকি।