প্রথম ওয়ানডেতে করেছিলেন ৫ বলে ৩ রান। কিন্তু এদিন শুরুটা দারুণ করেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৬ বলে ৩ চার ও এক ছক্কায় পৌঁছে গেছিলেন ব্যক্তিগত ২২ রানে।
তবে আবারও ঘাতক হিসেবে আবির্ভাব গাজানফারের। প্রথম ম্যাচেও তামিমকে ফিরিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। বিশাল এক ছক্কা হাঁকানোর পরের বলেই একই শট খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি তামিম। নবির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলে একটি সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি ঘটে।
আজ (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।