দীর্ঘদিন
ধরে রানখরায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দলের পারফরমেন্সও
যাচ্ছিল যাতা। সবমিলিয়ে অধিনায়কত্বই ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি আস্থা রেখেছিল
শান্তর ওপর। আর এই আস্থার প্রতিদানও দিয়েছেন শক্ত হাতে।
আফগানিস্তানের
বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে বিভীষিকাময় হারের দিনে ব্যাট হাতে সফল ছিলেন শান্ত।
কিন্তু ৩ রানের জন্য সেদিন ফিফটি মিস হলেও এদিন আর ভুল করেননি।
ওপেনার তামিম
আশা জাগানিয়া এক ইনিংস খেলে বিদায় নিলে ক্রিজে আসেন টাইগার কাপ্তান। এদিনও সৌম্যের
সঙ্গে দলের হাল ধরে গড়েন ৭১ রানের জুটি। রশিদ খানের বলে এক দুর্ভাগ্যজনক এলবিডব্লিউর
শিকার হন সৌম্য। রিভিউ নিলে আরামসে পার পেয়ে যেতে পারতেন।
সৌম্যের পতনের
পর মিরাজকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন ক্যাপ্টেন। এদিন শুরু থেকেই
ধীরস্থির ব্যাটিংয়ে রান তুলছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার
পথে চারটি চারের সাথে হাঁকিয়েছেন বিশাল একটি ছক্কা।