ছবিঃ সংগৃহীত।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-২০ ২০২৫ এর আসর। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের ১১তম আসরটিতে থাকছে নানা চমক। তবে সবটা এখনই প্রকাশ করেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ একাদশ বিপিএল নিয়ে তাঁদের পরিকল্পনার কথা জানিয়েছেন। ভিডিও বার্তায় ফারুক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্ট করেছি, এর আগে যে ১০টা বিপিএল এসেছে, সেসবের চেয়ে আলাদা করার জন্য। অনেক পরিকল্পনা করেছি। আশা করি, খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয়, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।’
সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিপিএলের একাদশতম আসরে অংশগ্রহণ করতে যাওয়া ৭টি দল হল- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।
এরপর ২৬ জানুয়ারি থেকে একেবারে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ হবে ঢাকায় । লিগ পর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। প্লে–অফ পর্ব হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে একটি করে রিজার্ভ ডে। ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-২০ ২০২৫ এর পর্দা নামবে।
এবার ডিজিটাল মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে বিপিএলের টিকিট। এ ব্যাপারে ফারুক আহমেদ আজ বলেছেন, এবার বিপিএলের টিকিট পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। আমরা তিনটি ভেন্যুতে (বিপিএল) করেছি। ঢাকায় শুরু করে যাব সিলেটে, ওখান থেকে চিটাগং, তারপর আবার ঢাকায় এসে শেষ রাউন্ড খেলব। যারা খেলা দেখতে ইচ্ছুক, মুঠোফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন।’
বিপিএলের এবারের আসর আরও চমকপ্রদ করে তোলার ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, ‘ডিজিটাল রাইটস যাদের আছে, আমরা তাদের বলেছি, ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যাঁরা খেলা দেখাবেন এবং প্রোডাকশন—দুটোই যেন অত্যন্ত চমৎকার হয়। হক-আই, ডিআরএস—এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। বিদেশি আম্পায়ার থাকবে। আপনারা জানেন, ধারাভাষ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মানটা উন্নত করতে আমরা অনেক চেষ্টা করছি। বড় নাম (তারকা ধারাভাষ্যকার) আনতে প্রোডাকশনের সঙ্গে আমরা আলাপ করেছি। সব বিবেচনা করেই আমার মনে হয় ভালো বিপিএল হতে যাচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh