আজ (২৪ নভেম্বর)
বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী আইপিএল-এর মেগা নিলাম। এবারের আইপিএলের প্রতিটি দলেরই
ঋষভ পান্থ কে নিয়ে ছিল বাড়তি আগ্রহ। সব ফরম্যাটেই পান্থ সাম্প্রতিক পারফর্মেন্স দিয়ে
ছিলেন ফর্মের তুঙ্গে। তাই তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে সবগুলো দলকে পেছনে ফেলেছে লখনৌ সুপার
কিংস। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে পান্থ কে দলে ভিড়িয়েছে লখনৌ।
সৌদি আরবের
দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় আজ (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে এবারের মেগা নিলাম।
২
কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের
লড়াইয়ে লখনৌ বিজয়ী হলেও, দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানারাইজার্স হায়দরাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ।
কিন্তু
তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে ২৭ কোটি রুপি।
যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ।