গতকাল (২৪ নভেম্বর) থেকে বাংলাদেশসহ বিশ্বের হাজার হাজার ক্রিকেটপ্রেমীর নজর সৌদি-আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনা থিয়েটারে। কারণ, এবারের আইপিএলের মেগা নিলামটি যে ১৫ হাজার দর্শক ধারনক্ষমতার এই থিয়েটারেই আয়োজন করা হয়েছে। এই নিলামের হাঁকডাক বদলে দিচ্ছে ক্রিকেট তারকাদের ভবিষ্যৎ-ভাগ্য।
আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় এবং শেষ দিন। যেখানে বাংলাদেশ ক্রিকেট তারকাদের সঙ্গী হতে পারে সৌভাগ্য। নিলামে বাংলাদেশ থেকে ডাক পড়বে কার। সে মুহূর্তটি দেখার অপেক্ষায় ঘড়ির কাঁটা গুনছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।
মেগা নিলামের ৫৭৭ জন ক্রিকেটারের মধ্যে ১২ জন বাংলাদেশি। তবে গতকাল নিলামের প্রথম দিন বাংলাদেশের কাউকে ডাকা হয়নি।
সিরিয়াল অনুযায়ী প্রথম ১১৭ জনের মধ্যে ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে গতকাল। বাকি ৩৩ জনকে আজ এক এক করে নিলামে ডাকবেন উপস্থাপিকা মল্লিকা সাগর। নিয়ম অনুসারে, আজ ত্বরিত বা দ্রুততর নিলাম প্রক্রিয়ায় ডাকা হতে পারে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজ ও পেসার রিসাদদেরও।
প্রথম ধাপে, দলের মালিকরা নিজেদের পছন্দমতো সিরিয়াল নম্বর ১১৮-৫৭৭ এর মধ্যে থাকা ক্রিকেটারদের নামগুলো মল্লিকা সাগরের কাছে জমা দেবেন। তারপর সঞ্চালক মল্লিকা এক এক করে সেই নামগুলো ডাকতে থাকবে।
দ্বিতীয় ধাপে, যাঁদের আগে একবারও ডাকা হয়নি এবং যাঁদের ডাকা হয়েছে কিন্তু বিক্রি হয়নি, তাঁদের নিলামে ডাকা হবে।
দুই ধাপেই থাকতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা। যখন ১৩২ জন কেনা হয়ে যাবে কিংবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজি দলগুলোর টাকা শেষ হয়ে যাবে, তখনই নিলামের ডাকাডাকি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, বাংলাদেশের সবার নাম ডাকা হবে কিনা, এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
নিলামের তালিকায় থাকা ১২ জন বাংলাদেশির মধ্যে ৮ জনের নাম ৪০০ এর পর। এত দূর পর্যন্ত ডাকাডাকির আগেই দলগুলোর টাকা শেষ বা স্কোয়াড পূর্ণ হয়ে যেতে পারে। সিরিয়াল নম্বর ৪০০ এর আগে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান (১৮১), ও রিশাদ হোসেন (১৮২), উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস (২৪৭) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সাকিব আল হাসানসহ বাকি ৮ জন সিরিয়াল নম্বর ৪০০ এর পরে আছেন।
বাংলাদেশ সময় বিকাল ৪ টায় আজকেও মেগা নিলাম শুরু হবে। বাংলাদেশি ক্রিকেটারদের ডাকের জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।