আইপিএল মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম দেখেই পঞ্চমুখ বৈভব সূর্যবংশী। অনেকে মনে করেছিলেন, বয়স বিবেচনায় বাদ পড়তে পারে এই ক্ষুদে ক্রিকেটার। কিন্তু ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে আল-জোহার থিয়েটারে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস এর মধ্যে একটা যুদ্ধই হয়েছিল।
প্রথমে রজস্থান রয়ালস বৈভবকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নিতে নিলামের হাঁকডাকে হাত তোলে। এরপর দিল্লি ক্যাপিটালস এতে অংশ নেয়। দুই দলের প্রতিযোগিতায় যখন বৈভবের বিড ১ কোটির ঘরে গেল, তখন দর্শকসারি থেকে অভ্যর্থনার চিৎকার ভেসে আসে।
কিন্তু দিল্লি ক্যাপিটালস ১ কোটি ১০ লাখ রুপিতে কিছুটা সংকোচ করার কারণে নিলাম থেকে সরে দাড়ায়। অবশেষে দিল্লিকে সরিয়ে রাজস্থান রয়ালস ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভব সূর্যবংশীকে দলে ভেড়ায়।
ভারতের ক্রিকেট ইতিহাসে বৈভব সূর্যবংশীর নাম বারবার পঞ্চমুখ হয়েছিল। এত অল্প বয়সেই ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে খেলেছে বৈভব। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছে এই ক্ষুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
উল্লেখ্য, বৈভবের অসাধারণ একটি কীর্তি হলো এক বছরে তিনি ৪৯ টি সেঞ্চুরির রেকর্ড করেছন।