× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইপিএল নিলাম

নিলামে ডাকা হয় ফিজ-রিশাদের নাম; দল পায়নি কেউ!

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর ২০২৪, ১৭:০০ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (২৫ নভেম্বর) জেদ্দায় আইপিএল ২০২৫ এর দুই দিনব্যাপী মেগা নিলামটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নিলামের শেষ তালিকায় বাংলাদেশি ১২ জন ক্রিকেটার ছিলেন। এই মেগা নিলামের তালিকায় বাংলাদেশি ১২ জনের মধ্যে ৪০০ এর মধ্যে ছিল পেসার মুস্তাফিজ ও রিশাদ, ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

তবে গতকাল নিলামের শেষ দিনে পেসার মুস্তাফিজ ও রিশাদের নাম নিলামে ডাকা হলেও দূর্ভাগ্যক্রমে তাঁদের কিনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল।

নিলামে ১২ জন থেকে ২ জনের হাঁকডাক শুনা গেলেও ২০২৫ আইপিএল খেলার ভাগ্য হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। সুতরাং, এবারের আইপিএলের মাঠে দেখা মিলবেনা বাংলাদেশি কোনো ক্রিকেটারের।  

নিলামের শেষ মুহূর্তে আরকটি সুযোগ ছিল বাংলাদেশি খেলোয়াড়দের। যে সময় ফ্র্যাঞ্চাইজিগুলো শেষবারের মতো কিছু খেলোয়াড়কে দলে নিয়েছিল। চূড়ান্ত এ ডাকে দল পায় মোট ১২ জন খেলোয়াড়। তবে তখনও ডাকা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেট তারকাকে। 

এর আগে নিলামের প্রথম দিন গত রবিবার (২৪ নভেম্বর) ভারতের উইকেটকিপার ও ব্যাটসম্যান রিশাভ পান্তকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে কিনেছিল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে যে এখন সবচেয়ে দামি খেলোয়াড়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.