× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৯৪ রানের লক্ষ্য নিয়ে মাঠে লড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

৩০ নভেম্বর ২০২৪, ১৫:৪১ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মিরপুরে আজ দ্বিতীয় ম্যাচেও টাইগ্রেসরা সেই পারফরম্যান্স ধরে রেখেছে। সুলতানা খাতুন ও নাহিদা আক্তারদের ঝড়ো বোলিংয়ে আইরিশদের নাগালেই রেখেছে বাংলাদেশি মেয়েরা।

টস জিতে ব্যাটিং করতে মাঠে নেমে ৫০ ওভার ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক অ্যামি হান্টার (৬৮)।

ব্যাট করতে নেমে শুরুটা তেমন সুবিধার ছিল না আয়ারল্যান্ডের। ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে মাঠে নামে নাহিদা আক্তার। তিনি ওভারের চতুর্থ বলে গ্যাবি লুইসকে মাঠ থেকে বিদায় করে বাংলাদেশকে প্রথম ব্রেকথু এনে দেন। আরেক ওপেনার সারা ফোর্বস ৩৪ বলে ১৩ রান করেছেন।

৩৫ রানে আইরিশরা ২ উইকেট হারিয়ে তৃতীয় উইকেয়াট হুটিতে গিয়ে ঘরে দাঁড়ায়। এরপর দলনেতা অ্যামি এবং ব্যাটার অরলা প্রেন্ডারগাস্ট দুজন মিলে রান করেন ৯১। ৩৭ রান করে জুটি ভেঙ্গে বিদায় নেন অরলা।

তারপর অ্যামিকে সঙ্গ দিতে মাঠে নামে লরা ডেলানি। ৩৩ রান করে ডেলানির বিদায়ের পর একটানা ব্যাটিং করেছেন অ্যামি। মাঠ থেকে বিদায় পর্যন্ত অ্যামি সর্বোমোট ৬৮ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশের পক্ষে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন পেসার সুলতানা খাতুন। এছাড়া নাহিদা ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট পেয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.