ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অদ্ভুত এক হার দিয়ে শুরু করল টাইগ্রেসরা। ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শতরানের জুটি গড়ে দুই ওপেনার। শুরু থেকেই বেপরোয়া ব্যাট চালাতে থাকেন দিলারা। পাওয়ারপ্লের কারণে বেশিরভাগ ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতরে থাকলেও বৃত্তের বাইরে থাকা দুই ফিল্ডারদের কাছেও তুলে দেন ক্যাচ। তবে ভাগ্য এদিন সহায় ছিল দুই ওপেনারের। তাই ক্যাচগুলো তালুবন্দি করতে পারেননি আইরিশ ফিল্ডাররা। দিলারাও থামাননি ব্যাট।
পাওয়ারপ্লেতে ওভারপ্রতি ৯ রানের বেশি তুলে ৫৫ রান করেন দুই ওপেনার সোবহানা মোস্তারি এবং দিলারা আখতার। ভয়ডরহীন ব্যাটিংয়ে এই দুই ওপেনার রান তুলতে থাকলেও আইরিশদের ক্যাচ মিসের মহড়াকেও খানিকটা কৃতিত্ব দিতে হবে।
দলীয় ১০৩ রানে বাংলাদেশ নিজেদের প্রথম উইকেট হারায়। এর আগে বাংলাদেশ নারী দলের হয়ে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়ে বাংলাদেশ। এটিই টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের একমাত্র শতরানের জুটি।
পেন্ডারগাস্টের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যাবার পথে সোবহানা মোস্তারীর চেহারায় স্পষ্ট হয় ফিফটি মিস করার হতাশা।
৩ চার এবং ২ ছক্কায় ৪৬ রান করেন এই মারকুটে ব্যাটার।
দলীয় ১০৯ রানে মাত্র ৪ রান করে আউট হন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তখনো ম্যাচ বাংলাদেশের হাতে। তবে দল যখন বাংলাদেশ, তখন সেটা ছেলেদের কিংবা মেয়েদেরই হোক না কেন অনিশ্চয়তা যে কখন কোথা থেকে আসবে তা বলা মুশকিল।
এদিন ফিফটি মিস করেন দিলারা আক্তারও। ৪৯ রানে আউট হওয়ার আগে ২টি করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। দলের রান তখন ১১০। ৩৮ বলে চাই ৬০ রান। হাতে আছে ৭ উইকেট। এমন সময় যে ক্যাচ গুলো মিস করেছিলেন আইরিশ ফিল্ডাররা সেগুলো যেন পুষিয়ে দিতে শুরু করেন।
চারে নেমে শারমিন আক্তার ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। তাকে তাজ নেহার ১৪ বলে ১৯ রান করে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও তাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ম্যাগুয়্যার। বাকিরা ব্যাটে বল লাগাতেই হিমশিম খেয়েছেন। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ান পেন্ডারগাস্ট।
ম্যাচের ১৯তম ওভার উইকেট মেডেন দেন পেন্ডারগাস্ট, এতেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। আইরিশদের হয়ে ৩টি করে উইকেট নেন আর্লিন কেলি এবং ওরলা পেন্ডারগাস্ট। তবে এমন ম্যাচও যে হারা সম্ভব এটা বাংলাদেশের খেলা না দেখলে বোঝা মুশকিল। অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিয়া পল।
এই ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আয়ারল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh