আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের বাইরে থাকায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আজ (১০ ডিসেম্বর) টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি দেয় বিসিবি।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তানজিম সাকিব। এদিকে বাবা হওয়ায় ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান। তাই দলে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব।
এদিকে অফ ফর্মে থাকা লিটন দলকে নেতৃত্ব দেবেন। এক্ষেত্রে বিসিবির সিদ্ধান্তের পেছনে মিরাজকে চাপ থেকে কমানোর বিষয়টা কাজ করেছে বলেই বলছেন ক্রিকেট বোদ্ধারা।
জাতীয় দলে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী পেসার রিপন মন্ডল।
১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।