আরও একবার মাহমুদুল্লাহ’র বুড়ো হাড়ের ভেলকিতে লজ্জা এড়ালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ফিফটি করে আরও একবার দলকে খাদের কিনারা থেকে নিয়ে লড়াই করার পুঁজি এনে দিতে লড়ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
১৭ বছরের লম্বা ওয়ানডে ক্যারিয়ারের বেশির ভাগ সময়টাই পার করেছেন দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে টেনে তুলে সম্মানজনক একটা স্কোর অথবা লড়াই করার মত সংগ্রহ দাঁড় করিয়ে। ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন কখনো কখনো। যেখানে এখনও দলে তার উপস্থিতি নিয়ে সমালোচনা হয় সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ফিফটিতে জানিয়ে দিলেন বাংলাদেশের কেন তাকে এখনও প্রয়োজন।
দলীয় ১১৫ রানে রিশাদ যখন ডাক মেরে প্যাভিলিয়নে, ক্রিজে তখন একমাত্র স্বীকৃত ব্যাটার মাহমুদুল্লাহ। বয়স ৩৯ হতে বাকি আছে ৫৫ দিন। তানজিম সাকিবকে নিয়ে ৮০ রানের এক পার্টনারশিপ খেলে দলকে নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটি করার পথে মাহমুদুল্লাহ ১টি বাউন্ডারি মারলেও ছক্কা হাঁকিয়েছেন তিনটি।
সঙ্গে এদিন ব্যাট হাতে তানজিম সাকিব নিজের সেরাটা দিয়ে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়ে ৪টি চার এবং ২টি ছক্কায় ৬০ বলে ৪৪ রানে অপরাজিত আছেন।