× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাহমুদুল্লাহ’র ব্যাক টু ব্যাক ফিফটিতে লড়াই করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।

১০ ডিসেম্বর ২০২৪, ২২:৩১ পিএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আরও একবার মাহমুদুল্লাহ’র বুড়ো হাড়ের ভেলকিতে লজ্জা এড়ালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ফিফটি করে আরও একবার দলকে খাদের কিনারা থেকে নিয়ে লড়াই করার পুঁজি এনে দিতে লড়ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।


১৭ বছরের লম্বা ওয়ানডে ক্যারিয়ারের বেশির ভাগ সময়টাই পার করেছেন দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে টেনে তুলে সম্মানজনক একটা স্কোর অথবা লড়াই করার মত সংগ্রহ দাঁড় করিয়ে। ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন কখনো কখনো। যেখানে এখনও দলে তার উপস্থিতি নিয়ে সমালোচনা হয় সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ফিফটিতে জানিয়ে দিলেন বাংলাদেশের কেন তাকে এখনও প্রয়োজন। 


দলীয় ১১৫ রানে রিশাদ যখন ডাক মেরে প্যাভিলিয়নে, ক্রিজে তখন একমাত্র স্বীকৃত ব্যাটার মাহমুদুল্লাহ। বয়স ৩৯ হতে বাকি আছে ৫৫ দিন। তানজিম সাকিবকে নিয়ে ৮০ রানের এক পার্টনারশিপ খেলে দলকে নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটি করার পথে মাহমুদুল্লাহ ১টি বাউন্ডারি মারলেও ছক্কা হাঁকিয়েছেন তিনটি।


সঙ্গে এদিন ব্যাট হাতে তানজিম সাকিব নিজের সেরাটা দিয়ে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়ে ৪টি চার এবং ২টি ছক্কায় ৬০ বলে ৪৪ রানে অপরাজিত আছেন।


  



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.