ছবি: সংগৃহীত।
জয় থেকে যখন আর চার রান দূরে ওয়েস্ট ইন্ডিজ, তখনই শরীফুলের বলে রাদারফোর্ডের পুল শটে বিশাল এক ছক্কায় টানা দশ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ব্যাটিং স্বর্গ সেইন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে এই সিদ্ধান্ত টা বেশ রিস্কি ছিল বলা যায়।
ক্যারিবীয় অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দিয়ে ১১৫ রানে ৭উইকেট হারায় বাংলাদেশ। এক ওপেনার তানজিদ হাসান তামিম ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৩৩ বলে ৪৬ রান। আরেকদিকে চিরাচরিত ব্যাটিং বিপর্যয়।
অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচে রেকর্ড জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ এবং তানজিম সাকিব। ১০৬ বল থেকে ৯২রান আসে এই জুটি থেকে।
মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের ৩১ তম ফিফটি করে দলকে আবারও বিপদ থেকে রক্ষা করেন। তানজিম সাকিব করেছেন ৪৫ রান। আর কেউই ব্যাট হাতে এদিন কিছুই করতে পারেননি। এতে মাত্র ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন জেইডেন সিলস। ৩৬ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন গুড়াকেশ মোতি।
২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের চোখে সর্ষেফুল দেখিয়ে দুই ওপেনার গড়েন শতরানের জুটি। এই ছোট সংগ্রহ ডিফেন্ড করতে বাংলাদেশি বোলারদের এদিন বিশেষ কিছু করতে হত। তবে ক্যারিবীয় দুই ওপেনার সে সুযোগ দিলেন কোথায়।
১০৯ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পড়ে। ফিফটি থেকে মাত্র এক রান দূরে এভিন লুইস রিশাদ হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২টি চারের সঙ্গে চারবার ছক্কা হাকিয়েছেন এই ওপেনার।
ওপেনিং জুটিতে ১০৯ রান তুলে ম্যাচ সেখানেই শেষ করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। উলটো প্রথম উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের ওপর আরো চড়াও হতে শুরু করে ক্যারিবীয় ব্যাটাররা।
দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৮ ওভারে ৬৬ রান তোলেন ব্রেন্ডন কিং এবং কেসি কার্টি।
ব্যক্তিগত ৮২ রানে নাহিদ রানার দুর্দান্ত এক ইয়র্কারে স্টাম্প উড়ে যায় ব্রেন্ডন কিংয়ের। ৭৬ বল মোকাবেলায় এই ইনিংস খেলার পথে কিং বাউন্ডারি মেরেছেন ৮টি। ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনবার।
১৭৫ রানে দ্বিতীয় উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। গ্যালারিতে তখন নৃত্যরত সদা উৎসবমুখর ক্যারিবীয় সমর্থকরা।
শেষদিকে এসে আফিফ হোসেন বল হাতে কার্টির উইকেটটি পেয়ে যান।
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাদারফোর্ড এদিন ছক্কা হাকিয়ে মাত্র ৩৬.৫ ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ১ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরের টানা চার সিরিজেই বাংলাদেশের বিপক্ষে হারতে হয় ক্যারিবীয় দের। অবশেষে ১০ বছর পর এই খরা ঘুচল ওয়েস্ট ইন্ডিজের।
বল হাতে বাংলাদেশের টপ অর্ডারে ধ্বস নামানো জেইডেন সিলস ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান।
বিষয় : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh