ছবিঃ সংগৃহীত।
ক্রিকেটবিশ্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে এবারের আসরে নিত্যনতুন চমক নিয়ে হাজির হয়েছে বিসিবি। কম যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি গুলোও। সেই স্রোতেই এবার কানাডিয়ান এক মডেলকে নিজেদের অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগাং কিংস।
আজ (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট' (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক 'বুম-বুম' খ্যাত শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল চিটাগাং কিংস।
ইয়েশা সাগরের এটাই প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হোস্টিং নয়। বিশেষ করে গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার দ্যুতি ছড়ানো উপস্থিতি ক্রিকেটভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ক্রীড়া উপস্থাপনার সঙ্গে ইয়েশা কাজ করেন ফিটনেস নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবেও এই কানাডিয়ান মডেলের রয়েছে বিশেষ খ্যাতি। যে কারণে বিশ্বের বিখ্যাত সব খাদ্য ও পুষ্টিজনিত প্রোডাক্ট ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা সাগর ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। নানা কাজের কাজী এই মডেল পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।
সাবেক সব কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি এবং ভারতীয় কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে টুর্নামেন্টের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই মডেল।
উল্লেখ্য এবারের বিপিএলে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে চিটাগাং কিংস। বিপিএলের শুরু থেকেই পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটার যুক্ত ছিলেন। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতা এই অলরাউন্ডার বিপিএল ক্যারিয়ারে ৪৫ ম্যাচে ৫৩৯ রান করেছেন। সঙ্গে নিয়েছেন ৫৭ উইকেট।
চিটাগাং কিংসের
দলটি এবার সাজানো হয়েছে দারুণ সব তারকা ক্রিকেটার দিয়ে। এরমধ্যে বিদেশি ক্যাটাগরিতে আছেন মঈন আলি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh