× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চতুর্থবারের মত ফ্রান্স সেরা হলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক।

১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৩ পিএম । আপডেটঃ ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর সময়টা মিলিয়ে মিশিয়ে কাটছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের। মিস করেছেন পেনাল্টি, পড়েছেন ইনজুরিতে। তবে পিএসজিতে নিজের শেষ মৌসুমে দারুণ পারফরম্যান্স উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। এবার সেটির স্বীকৃতি মিলল। চতুর্থ বারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন তিনি। তবে ভোট পাননি সতীর্থ করিম বেনজেমা ও এনগোলো কান্তের।

২০২৩-২৪ মৌসুমের জন্য সেরা হিসেবে আজ (১৪ ডিসেম্বর) এমবাপ্পের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল'- এর এই পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

পিএসজির হয়ে গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫২ গোল করেছিলেন এমবাপ্পে। পিএসজিকে জিতিয়েছিলেন লিগ শিরোপা ও কাপ শিরোপা। এছাড়াও ফ্রান্সকে পৌঁছে দিয়েছিলেন ইউরোর সেমিতেও। ক্লাব ও জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সের সুবাদেই ফ্রান্সের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ স্টার ৫ পয়েন্টে হারিয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে। ৫৬ পয়েন্ট পেয়েছেন তিনি। ৫১ পয়েন্ট নিয়ে রানার্সআপ সালিবা। রিয়াল মাদ্রিদ তারকা এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে ফ্রান্সের বর্ষসেরা হয়েছিলেন।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফুটবলারদের এই পুরস্কার দিলেও ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফ্রেঞ্চ ফুটবলারদেরও এটার জন্য বিবেচনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.