× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ম্যাচ সেরা শামীমকে প্রশংসায় পঞ্চমুখ করলেন  অধিনায়ক

স্পোর্টস ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮ পিএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ ( ১৮ ডিসেম্বর) বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। 

ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের দল। ১৭ বলে ৩৫ রান সংগ্রহ করে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার শামীম হোসেন। তবে অধিনায়ক লিটন কুমার দাস নিজে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ম্যাচ সেরা শামীমকে প্রশংসায় পঞ্চমুখ করেছেন তিনি। এর আগে তিনি সিরিজের প্রথম ম্যাচ জিতে সামনের ম্যাচগুলো নিয়ে আশাবাদী ছিলেন।


তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, শুধু আমি না, একইসাথে আনন্দিত সব বাংলাদেশি মানুষও। আমরা এমন একটি জয়ের অপেক্ষায় ছিলাম।’


ম্যাচ সেরা শামীমের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘প্রথম বল খেলেই আমি বুঝতে পারছিলাম এই উইকেটে ব্যাট করা খুবই কঠিন। শামীমকে ধন্যবাদ, সে সত্যিই দারুণ ব্যাটিং করেছে।’ 


অল্প রানের পুঁজি নিয়েও মাঠে লড়াই করেছে বাংলাদেশ। টাইগারদের দুর্দান্ত বোলিং পারফরমের কারণেই ১০২ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে তাঁদের পক্ষে।

টাইগার অধিনায়ক লিটন দাস বোলারদের কৃতিত্ব দিয়ে বলেন, ‘পুরো কৃতিত্ব বোলারদের প্রাপ্য। যে-ই বোলিংয়ে আসছে সে-ই উইকেট উপহার দিয়েছে। এটি পুরোপুরি একটি দলীয় প্রচেষ্টার ফল। আমরা এখন ভালো ছন্দে আছি এবং আবারও ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে নামতে হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.