গতকাল (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কাতারের দোহায় আয়োজিত ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার পান রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কোনো রকম অঘটন বা বিতর্ক ছাড়াই এবার বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনি। দেড়মাস আগে ভিনিসিয়ুস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর পরষ্কার না ওঠায় ফুটবল দুনিয়ায় বেশ হট্টগোল সৃষ্টি হয়েছিল। তবে এবার তেমন কিছু ঘটেনি। ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই দেখা গিয়েছে।
নারী ফুটবলেও সেরার তালিকায় কোনো অঘটন ঘটেনি। সেরা পুরষ্কারের পোডিয়ামে আর্জেন্টাইন দুই তারকাও ছিলেন।
১৯৯১ সালে প্রথম ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরষ্কার দেওয়ার রীতি চালু করা হয়। এরপর থেকে ব্রাজিলের মোট পাঁচজন তারকা এই পুরষ্কার জেতেন। এবার সেই তালিকায় ষষ্ঠ তম নাম হিসেবে যুক্ত হয়েছে ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।
এদিন সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি মার্তিনেজ। তবে এক বছর বিরতির পর গতকাল আবার পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।
একনজরে ফিফা বর্ষসেরা পুরষ্কার- ২০২৪ |
---|
বিভাগ | খেলোয়াড়/কোচ | দল | দেশ |
বর্ষসেরা পুরুষ খেলোয়াড় | ভিনিসিয়ুস জুনিয়র | রিয়াল মাদ্রিদ | ব্রাজিল |
বর্ষসেরা নারী খেলোয়াড় | আইতানা বোনমাতি | বার্সেলোনা | স্পেন |
বর্ষসেরা পুরুষ গোলকিপার | এমিলিয়ানো মার্টিনেজ | অ্যাস্টন ভিলা | আর্জেন্টিনা |
বর্ষসেরা নারী গোলকিপার | আলিসা নেহের | শিকাগো রেড স্টারস | যুক্তরাষ্ট্র |
বর্ষসেরা নারী কোচ | এমা হেইস | চেলসি ও যুক্তরাষ্ট্র | যুক্তরাষ্ট্র |
বর্ষসেরা পুরুষ কোচ | কার্লো আনচেলত্তি | রিয়াল মাদ্রিদ | ইতালি |
ফিফা মার্তা পুরস্কার (মহিলা ফুটবলে সেরা গোল) | মার্তা | ব্রাজিল বনাম জামাইকা | ব্রাজিল |
সেরা পুরুষ গোল (পুসকাস পুরস্কার) | আলেহান্দ্রো গারনাচো | এভারটন বনাম ম্যান ইউ | আর্জেন্টিনা |
ফিফা ফেয়ার প্লে পুরস্কার | থিয়াগো মাইয়া | ইন্টারন্যাসিওনাল | ব্রাজিল |
ফিফা ফ্যান পুরস্কার | গুইলহেরমে গন্দ্রা মৌরা |
|
|
পুরুষ একাদশ—
গোলকিপার: দিবু মার্তিনেস
ডিফেন্ডার: দানি কারভাহাল - আন্তোনিও রুডিগার - রুবেন দিয়াস - উইলিয়াম সালিবা
মিডফিল্ডার: জুড বেলিংহাম - টনি ক্রুস - রদ্রি
আক্রমণাত্মক: লামিনে ইয়ামাল - আর্লিং হালান্ড - ভিনি জুনিয়র
নারী একাদশ—
গোলকিপার: নেহের
ডিফেন্ডার: ব্যাটল - পারেদেস - গিরমা - ব্রনজ
মিডফিল্ডার: আইতানা - হোরান - গুজিয়ারো - পোরটিলহো
আক্রমণাত্মক: পারাল্লুয়েলো - হানসেন