× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ মেহেদির র‍্যাংকিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ছয় বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই দারুণ অলরাউন্ড নৈপুণ্যে র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে শেখ মেহেদির।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি। বর্তমানে তিনি ২৩ নম্বরে আছেন। সিরিজের প্রথম ম্যাচে ওভারে ১৩ রান দিয়ে উইকেট পেয়েছিলেন তিনি। তার এমন বোলিংয়ে ১৪৭ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অবশ্য ১৪৭ রানের পুঁজি গড়তে ব্যাট হাতেও ভাল খেলেছিলেন শেখ মেহেদি। ২৬ রান করে অপরাজিত ছিলেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনও। ক্যারিবিয়ান এই স্পিনার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। প্রথম ম্যাচে ১৩ রানে উইকেট শিকার করেছিলেন তিনি।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.