× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২০ পিএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের ক্রিকেটাঙ্গন এখন পুরোদমে ব্যস্ত। সদ্যই শেষ হয়েছে দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের আসর এনসিএল। আবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টও শেষেরদিকে। একদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পুরুষদের আসরে টানা দ্বিতীয়বারের শিরোপা জিতে দেশে ফিরেছে। আরেকদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নারীদের আসরে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল(পুরুষ) আবার সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করল। এখন পর্দা উঠতে যাচ্ছে আরও দু'টি টুর্নামেন্টের। একটি নারীদের ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট উইমেন'স বিসিএল ২০২৪-২৫। আরেকটি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এসমস্ত কার্যক্রম মাথায় নিয়েই আগামীকাল (২১ ডিসেম্বর) বোর্ড মিটিং ডেকেছে বিসিবি।

চলতি বছরে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড মিটিং। আগামীকাল (২১ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড মিটিং। যা শুরু হবে বিকেল তিনটা থেকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

বছরের শেষ বোর্ড মিটিংয়ে যেসব বিষয় গুরুত্ব পাবে এরমধ্যে শীর্ষে আছে আসন্ন বিপিএলের একাদশতম আসর। এনসিএল টি-টোয়েন্টিও স্থান পাবে এই মিটিংয়ের আলোচনায়।

আরও যে বিষয়টি বেশ গুরুত্ব পাবে সেটি হল বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ) অধিনায়কত্ব। নাজমুল হোসেন জানিয়ে দিয়েছেন জাতীয় দলের হয়ে অধিনায়ক্ত্ব করতে চাননা তিনি। নতুন অধিনায়ক কে হবে তা নিয়েও আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এই মিটিংয়ে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.