ইনজুরির কারণে
ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন অনুপস্থিত। টেস্ট ও ওয়ানডে
সিরিজে মেহেদি হাসান মিরাজ তার বদলে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। আর টি-টোয়েন্টি
সিরিজে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখেন লিটন। এদিকে গুঞ্জন উঠেছে শান্তও আর অধিনায়কত্ব করতে চাননা। একারণে বিসিবি
এখন পূর্ণ মেয়াদে নতুন কাউকে অধিনায়ক করতে পারে।
লিটনকে পূর্ণ
দায়িত্ব দেওয়া হলে সেটা নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিসিবি যদি আমাকে
দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি।
এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে
আমার কাজ সহজ হয়ে যায়।'
'ওয়েস্ট ইন্ডিজ
হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না
খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের
বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে,
অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।'-যোগ করেন তিনি।
শেষ টি-টোয়েন্টির
আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় ছিলেন টাইগারদের প্রধান
কোচ ফিল সিমন্স। শেষ পর্যন্ত লিটনের অধীনেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে
তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এমন দুর্দান্ত সাফল্যের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের
ভারও কাঁধে নিতে আগ্রহী লিটন।