× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩ চল্লিশে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক।

৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৪ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের দ্বিতীয় ম্যাচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল রংপুর রাইডার্স।

এদিন টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। রাতে শিশিরের প্রভাবে বোলাররা সুবিধা করতে পারবে না তাই আগে বোলিং করার সিদ্ধান্ত নেন থিসারা পেরেরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। প্রথম ওভারে ১৪ রান তুললেও ২০ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় উইকেট জুটিতে ৮৯ রান তুলে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান  সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। 

২ চার ও ২ ছক্কায় ৩৩ বল খেলে ৪০ রান করে আউট হন সাইফ হাসান। 

সাইফের বিদায়ের পর ক্রিজে এসে ঝড় তোলেন আরেক পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। দুই পাকি ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ গড়েন ২৩ রানের ছোট্ট একটি পার্টনারশিপ। 

আউট হওয়ার আগে দলের জন্য গুরুত্বপূর্ণ এক ইনিংস উপহার দেন অভিজ্ঞ ইফতিখার। মাত্র এক রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে একটি ছয় মারতে না পারলেও ৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

ইফতিখারের বিদায়ের পর ক্রিজে এসেই চারের বন্যা বইয়ে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসের ২৪ রানই এসেছে ছয়টি বাউন্ডারির মাধ্যমে। খুশদিলের সঙ্গে গড়েন ৪১ রানের দারুণ এক পার্টনারশিপ। 

তবে নুরুলের বিদায়ের পরও থেমে থাকেননি খুশদিল। ৩ চার ও তিন ছক্কায় মাত্র ২৩ বল খেলে ৪৬ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। 

তিনট চল্লিশোর্ধ ইনিংস আর ক্যাপ্টেন নুরুলের ক্যামিওতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স।

ঢাকা ক্যাপিটালসের হয়ে ৪৩ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন আলাউদ্দিন বাবু। মিতব্যায়ী বোলিংয়ে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন মুকিদুল ইসলাম।

১৯২ রানের টার্গেটে ব্যট করে নেমে শুরুটা দারুণ হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ওপেনিং জুটিতে দলকে এনে দেন ৬৫ রান। 

এরপরই দৃশ্যপটে আবির্ভাব ঘটে শেখ মেহেদি হাসানের। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির আসর থেকে শুরু হয়েছিল তার অফস্পিনের ম্যাজিক। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত বোলিংয়ে সিরিজ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। সেই ফর্ম অব্যাহত রেখে আজ ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে ধ্বস নামান মেহেদি।

৬৫ রানে শূন্য উইকেট থেকে পাঁচ ওভারের ব্যবধানে ঢাকা ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১০১ রান। 

টপ অর্ডার-মিডল অর্ডারের পাঁচ ব্যাটারের চারজনই শেখ মেহেদির শিকার। 

অধিনায়ক থিসারা পেরেরা ৮ বলে ১৭ রান করে ঘুরে দাঁড়াবার ইঙ্গিত দিলেও কামরুল হাসান রাব্বির বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তার।

শেষদিকে মুকিদুল ১৮ ও নাজমুল ইসলাম অপু ১২ রান করে হারের ব্যবধানটা কমান। 

ম্যাচসেরার পুরস্কার ওঠে খুশদিলের হাতে। ব্যাট হাতে অপরাজিত ৪৬ রানের পাশাপাশি বল হাতেও ২ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট।

গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে বিপিএল কাঁপানোর আভাস দিয়ে রেখেছিল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচটা জিতে সেই ইঙ্গিতই দিচ্ছে বসুন্ধরা গ্রুপের এই দলটি। 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.